সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Home / Notice / সতর্কীকরণ বিজ্ঞপ্তি

DESCRIPTION

স্মারক নং-বেরোবি:/রেজি:/বিজ্ঞপ্তি/২০২০/৫৪০                                 তারিখ: ১৩/০৫/২০২০ খ্রিস্টাব্দ

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্ব সাধারণকে অবগত করা যাচ্ছে যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর-এ আউট সোর্সিং পদ্ধতিতে জনবল (গার্ডেনার ও ক্লিনার) সরবারহের লক্ষ্যে গত ০৮/০৩/২০২০ তারিখে একটি দরপত্র আহবান করা হয় (স্মারক নং-বেরোবি/রেজি:/আ:সো:জন:/দরপত্র-বিজ্ঞপ্তি/২০২০/৪২৫, তারিখ: ০৮/০৩/২০২০)। পরবর্তীতে করোনাজনিত(কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৩/০৩/২০২০ তারিখে উল্লিখিত দরপত্র বিজ্ঞপ্তিটি (স্মারক নং-বেরোবি/রেজি:/দরপত্র বিজ্ঞপ্তি স্থগিতকরণ/২০২০/৫২৬, তারিখ: ২৩/০৩/২০২০) স্থগিত করা হয় এবং স্থগিতকরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

অতি সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে যে- আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের দরপত্র প্রক্রিয়াটি স্থগিত থাকলেও একটি প্রতারক চক্র ভুয়া কার্যাদেশ প্রস্তুত করে ‘নাছের ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানকে আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবারহের কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে প্রচার করে সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এতদবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত ভুয়া কার্যাদেশের বিষয়ে তদন্তের মাধ্যমে জালিয়াতি চক্রটিকে সনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে

কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অব:)
রেজিস্ট্রার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Detail Notice in PDF.