নতুন আঙ্গিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট

Home / News / নতুন আঙ্গিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট

DESCRIPTION

নতুন আঙ্গিকে ও হালনাগাদ করে উদ্বোধন করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর ওয়েবসাইট। আজ রবিবার বেলা ১১.৩০টায় আপগ্রেটেড এই ওয়েবসাইট উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, গণিত বিভাগের প্রফেসর ও বিডি-রেন এর সাব-প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ তাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ নুর আলম সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের পরিচালক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী প্রক্টর মোঃ মাসুদ- উল-হাসান প্রমুখ।
হালনাগাদ ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আজ বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এমন দিনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নতুন আঙ্গিকে নিয়ে আসতে পেরে আমাদের ভালো লাগছে। আশা করি, নতুন ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।