বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর দুই দিনব্যাপী সার্ভিস রুলস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।

Home / News / বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর দুই দিনব্যাপী সার্ভিস রুলস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।

DESCRIPTION

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
দুই দিনব্যাপী সার্ভিস রুলস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ কর্মরত কর্মচারীদের দুই দিনব্যাপী ‘সার্ভিস রুলস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৫ মার্চ, ২০২১) সকাল সাড়ে ১০টায় কবি হেয়াত মামুদ ভবনের নীচ তলায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সার্ভিস রুলস জেনে রাখা অত্যন্ত জরুরি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই আজকের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার এই অভিজ্ঞতা বেরোবি’র কর্মচারীবৃন্দকে পেশাগতভাবে আরো দক্ষ ও সমৃদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালায় ফ্যাসিলিটেটর ছিলেন IQAC এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হক। কর্মশালায় তিনি প্রাতিষ্ঠানিক বিভিন্ন রুলস ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বেরোবির নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা-কর্মচারী এবং পরিবহন চালকবৃন্দ অংশগ্রহণ করেন। দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা আগামী ১৬ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত চলবে।