বেরোবি শিক্ষকবৃন্দকে গবেষণা খাতের চেক বিতরণ

Home / News / বেরোবি শিক্ষকবৃন্দকে গবেষণা খাতের চেক বিতরণ

DESCRIPTION

  ‘বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং ও ব্রান্ডিং-এ মানসম্মত গবেষণা জরুরী’
                                                                                                                                          —বেরোবি ভাইস-চ্যান্সেলর

‘বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং ও ব্রান্ডিং-এ মানসম্মত গবেষণা জরুরী’ বললেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। তিনি আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০১৯) বেলা সাড়ে ১২টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষকবৃন্দকে গবেষণা খাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষকদের মাঝে বরাদ্দকৃত এই অর্থ নিজ নিজ গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ভিন্ন ভিন্ন বিষয় ভিত্তিক গবেষণা খাতে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক বরাদ্দ স্বরুপ এসকল চেক গ্রহণ করেন। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণা খাতে আর্থিক বরাদ্দ চেয়ে আবেদনকারী বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউজিসি কর্তৃক বরাদ্দকৃত গবেষণা ফান্ড থেকে শিক্ষকবৃন্দকে এই অর্থ প্রদান করা হয়।