মূল ফটক নির্মাণের নিমিত্তে নকশার আইডিয়া আহবান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

Home / Notice / মূল ফটক নির্মাণের নিমিত্তে নকশার আইডিয়া আহবান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

DESCRIPTION

স্মারক নং-বেরোবি:/ রেজি:/ নোটিশ/২০২০/৫৮২                                         তারিখ: ২৯/০৭/২০২০খ্রিস্টাব্দ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মূল ফটক নির্মাণের নিমিত্তে নকশার আইডিয়া
(Conceptual Drawing) আহবান সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর প্রধান ফটক নির্মাণের নিমিত্তে আহবান করা টেন্ডার (ই-টেন্ডার, নং ৪৮১২১৫ তারিখ:২৬/৭/২০২০) মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে ইতোমধ্যে বাতিল করা হয়েছে। মূলত, শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্খীদের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজস্ব বাজেট থেকে নিজস্ব প্রকৌশলীদের দ্বারা দ্রুততম সময়ে একটি সুদৃশ্য ফটক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু প্রস্তাবিত নকশা উন্মোচনের পর সকল অংশীজনের অসন্তোষের বিষয়টি কর্তৃপক্ষের গোচরীভূত হলে সে সিদ্ধান্ত বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের বৃহৎ অংশের মতামতকে উপেক্ষা করে এমন স্থায়ী একটি অবকাঠামো প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে না। এর পরিপ্রেক্ষিতে উন্নয়ন বাজেট এর মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি ফটক নির্মাণের জন্য নতুন করে নকশার আইডিয়া (Conceptual Drawing) আহবানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমতাবস্থায়, দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক নির্মাণের নিমিত্তে সকল আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হতে গ্রহণযোগ্য নকশার আইডিয়া (Conceptual Drawing)  আহবান করা যাচ্ছে। আগ্রহী ব্যক্তিদের আগামী ১০ আগস্ট ২০২০ তারিখের মধ্যে ই-মেইলে (registrar@brur.ac.bd) নকশার আইডিয়া এবং তার স্বপক্ষে যৌক্তিকতার বিস্তারিত বর্ণনা পাঠানোর জন্য আহবান করা হলো। নকশার আইডিয়া (Conceptual Drawing)  অবশ্যই মৌলিক ও বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রাপ্ত নকশার আইডয়া থেকে বাছাই কমিটি ও অভিজ্ঞ প্রকৌশলীদের দ্বারা চূড়ান্ত নকশা প্রণয়নের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। নির্বাচিত নকশার আইডিয়া প্রদানকারীকে পুরষ্কৃত করা হবে।

উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে

কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল (অব:)
রেজিস্ট্রার
বেগম রোকেয়া বিশ্ববিবদ্যালয়, রংপুর।