বেরোবি ও জার্মান সংস্থা ডিজিটাল স্কিল টু সাকসিড প্রজেক্টের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

News
April 29, 2025
Details
শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জিআইজেড) এর প্রজেক্ট ডিজিটাল স্কিল টু সাকসিড (DS2S) এর মাঝে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএম সেন্টারে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ও জিআইজেড এর প্রজেক্ট হেড ড. ক্রিস্টিয়ান বখম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাইক্রোক্রেডেনশিয়াল কোর্স কারিকুলাম তৈরি করা হবে। এই কোর্সগুলি মূলত শিক্ষার্থীদের মাঝে এআই, ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং, ডিজিটাল এন্টারপ্রেনারশীপসহ বিভিন্ন ধরনের ডিজিটাল স্ক্রিল তৈরিতে সাহায্য করবে। এই কোর্সগুলি স্বল্প মেয়াদে হবে এবং যে সকল ছাত্রছাত্রী প্রযুক্তি অনুষদের নয়, তাদেরকে হাতে কলমে প্রযুক্তি সম্পর্কে ধারণা তৈরি ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জিআইজেড এর প্রজেক্ট ডিরেক্টর সাবরিনা গারসিয়া, ডিজিটাল স্কিল টু সাকসিড প্রজেক্টের এডুকেশন ও ইয়ুথ এডভাইজার রুমানা আকতারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
Top BRUR News


Other
January 30, 2025

