বেরোবিতে দূর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ছুটি

News
September 28, 2025
Details
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে যে, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ এবং ২৯ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিদ্যুৎ, পানি, নিরাপত্তাসহ জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছুটিকালীন প্রয়োজনীয় সেবাসমূহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী ০৭ অক্টোবর ২০২৫ তারিখ হতে যথারীতি ক্লাস ও অফিসসমূহ চালু হবে।
বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শারদীয় দুর্গাপূজা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Top BRUR News



