বেরোবিতে প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

News

October 7, 2025

Details

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের ২০ ডিসেম্বর । মঙ্গলবার (০৭ অক্টোবর, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফ করেন উপাচার্য। এ সময় তিনি জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স অথবা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বেরোবির ছাত্র সংসদ ও হল সংসদ নীতিমালা সংশোধন করে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণসহ এ বিষয়ে পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে । উক্ত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপাচার্য আরও জানান, চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চূড়ান্ত হবে। এ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে পাস করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম জানান, সমাবর্তনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন উদ্বোধন করা হবে। এ সময় রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।