বেরোবি একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা অনুষ্ঠিত

News
August 25, 2025
Details
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার ব্যাকলগ সিস্টেম চালুর ব্যাপারে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম বর্ষ ২য় সেমিস্টার হতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ভর্তি ফি পুনর্বহাল করার সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়াও কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত (১৬তম ব্যাচ) শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে টিউশন ফি কমানো হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
Top BRUR News



