বেরোবিতে ‘সিএসই ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে ‘ইনোভেশন হাব’ উদ্বোধন

Home / Event / বেরোবিতে ‘সিএসই ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে ‘ইনোভেশন হাব’ উদ্বোধন

DESCRIPTION

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসআই) বিভাগের তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্টিভ্যাল ২০১৭’ শুরু হয়েছে। ১৯ নভেম্বর এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিক ভবন-২ এ সিএসই বিভাগ আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
তিন দিনব্যাপী সিএসই ফেস্টিভ্যাল অনুষ্ঠানের প্রথম দিনে ‘ইনোভেশন হাব’ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট চলতি দায়িত্ব তাবিউর রহমার প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ।
উপাচার্য তাঁর বক্তব্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, এ ধরনের সকল অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশে এবং একই সাথে সৃষ্টিশীল কাজের সহায়ক ভূমিকা রাখে । উদ্বোধনের পর উপাচার্য সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফটওয়ার এক্সিবিশন পরিদর্শন করেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সফটওয়ার এক্সিবিশন (সময় সকাল ১০.৩০ টা-বিকেল ৫ টা পর্যন্ত) এবং দুপুর ১২ টায় প্রোগ্রামিং কন্টেস্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় (২০ নভেম্বর) ও তৃতীয় (২১ নভেম্বর) দিন কম্পিউটার গেমিং কন্টেস্ট (সময় সকাল ১০টা) এবং অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা হবে দুপুর ১২ টায়।
ইনোভেশন হাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের মাধ্যমে পরিচালিত। বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী,গবেষকদের সম্মিলিত একটা প্লাট-ফর্ম, যা ইনোভেশন ল্যাবের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তি গবেষনা সম্প্রসারনের লক্ষে গঠন করা হয়েছে।