বেরোবি ও রূপালী ব্যাংকের মধ্যে গৃহনির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত

News

September 29, 2025

Details

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের গৃহনির্মাণ ঋণ প্রদানের জন্য রূপালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং রূপালী ব্যাংক পিএলসি’র তেঁতুলতলা শাখা, রংপুরের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় বেরোবি উপাচার্য বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহজ শর্তে গৃহনির্মাণ ঋণ গ্রহণ করতে পারবেন। এতে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। গৃহনির্মাণ ঋণ প্রদান কার্যক্রমে সম্পৃক্ত হবার জন্য তিনি রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ক্যাফেটেরিয়া পরিচালক চার্লস ডারউইন, রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা হামিদ, উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিক, সহকারী মহাব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, বেরোবি বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলম, ট্রেজারার দপ্তরের  হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মাজহারুল আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।