বেরোবিতে আগামী ৭ থেকে ৯ অক্টোবর সকল পরীক্ষা স্থগিত থাকবে

News

October 1, 2025

Details

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান ছুটি/বন্ধের মধ্যে আগামী  ০৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনরূপ পরীক্ষার দিন ধার্য না করার সরকারি নির্দেশনা রয়েছে।

উক্ত সরকারি নির্দেশনা অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগামী ৭ থেকে ৯ অক্টোবর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ (যদি থাকে) গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  বুধবার (০১ অক্টোবর, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

তবে পূর্বের ঘোষণা অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ০৭ অক্টোবর ২০২৫ ইং হতে যথারীতি অফিস ও ক্লাস শুরু হবে। বিভাগসমূহ নিজ নিজ উদ্যোগে উক্ত পরীক্ষাসমূহের পরিবর্তিত রুটিন ঘোষণাপূর্বক শিক্ষার্থীদের অবগত করবে বলে সভায় বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগের নির্দেশনা অনুসরণের পরামর্শ প্রদান করা হচ্ছে।