বেরোবিতে ইনোভেশন হাব গাইডলাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

News
September 24, 2025
Details
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ইনোভেশন হাব সংক্রান্ত খসড়া গাইডলাইন বিষয়ে মতামত প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, ইনোভেশন হাব বিশ্ববিদ্যালয়কে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতাকে ব্যবহার করে দেশ-জাতির উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেন, ইনোভেশন হাব বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা দেশীয় সমস্যার প্রেক্ষিতে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন সমাধান তৈরি করতে পারবে।
বেরোবি আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি’র সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম। এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের ডিভাইস ইনোভেশন এক্সপার্ট তৌফিকুর রহমান এবং ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট শাখার উপ-পরিচালক (সিস্টেম এনালিস্ট) দ্বিজেন্দ্র চন্দ্র দাস।
উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।
Top BRUR News

News
September 28, 2025


News
September 25, 2025

News
September 21, 2025